Uses of Batteries
Uses of Batteries / ব্যবহারবিধি
১০০% চায়না হতে আমদানিকৃত এবং শক্তিশালী এই ব্যাটারীর সম্পূর্ণ সুবিধা বা মাইলেজ পেতে নিমোক্ত ব্যবহারবিধি পুরোপুরি অনুসরণ করতে হবে –
১। ১২৬০ গ্র্যাভিটির এসিড পানি ঢালার পর ব্যাটারি সম্পূর্ণ ভাবে ঠান্ডা করতে হবে । কোনো অবস্থাতেই এসিড গ্র্যাভিটি ১২৮০ উপর হতে পারবে না ।
২ । কোনো অবস্থাতেই অতিরিক্ত চার্জ করা যাবে না । এতে ব্যাটারী জ্বলে যেতে পারে এবং
নেগেটিভ প্লেইট ঝরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে । এটি আপনাকে সরাসরি ওয়ারেন্টি
থেকে বঞ্চিত করবে । তাই অবশ্যই অতিরিক্ত চার্জ করা থেকে বিরত থাকতে হবে ।
৩। ঠান্ডা করার পর ১২ ঘন্টা চার্জ দিতে হবে তারপর ৫-৬ ঘন্টা রেস্ট, আবার ১২ ঘন্টা চার্জ ৫-৬ ঘন্টা রেস্ট , আবার ১২ ঘন্টা চার্জ ৫ ঘন্টা রেস্ট ।
৪। সব সময় D-1 পানি ব্যবহার করতে হবে । সাধারণ পানি ব্যবহার করা যাবে না ।
৫। ১ম সপ্তাহ ৫০-৬০ কিলোমিটারের বেশী চালানো যাবে না । পরবর্তী ২ সপ্তাহ ৮০-১০০
কিলোমিটার পর্যন্ত চালাবেন ।এরপর সম্পূর্ণ মাইলেজ ব্যবহার করা যাবে
৬ । দিনে একবার চার্জ দিতে হবে । বার বার চার্জ করা থেকে বিরত থাকতে হবে
৭ । যত ঘন্টা চার্জ করবেন তার থেকে ২ ঘন্টা কম চালাবেন ।
৮ । কোনো অবস্থাতেই ব্যাটারীর সম্পূর্ণ চার্জ খালি করা যাবে না এতে ব্যাটারী দূর্বল হয়ে বা নষ্ট
হয়ে যেতে পারে ।
৯ । ব্যাটারী চার্জ থাকা অবস্থায় চার্জ দিলে ব্যাটারী লাইফ টাইম অনেক বেশী পাওয়া যাবে
১০ । সব সময় ব্যাটারী পোস্ট এবং ভেন্ট প্লাগ পরিষ্কার রাখুন । মাঝে মাঝে ব্যাটারির I-Post clip
পরিক্ষা করুন এবং যদি কোনো প্রকার কার্বন এসে থাকে তাহলে গরম পানি দ্বারা পরিষ্কার
করুন । এবং ভেসলিন অথবা মেরিল লাগিয়ে দিন ।
১১ । তামার চার্জার ব্যবহার করুন এতে সঠিক মাত্রার চার্জ পাবেন ।
১২ । ব্যাটারি গাড়িতে সংযোজনের সময় প্রথমে পজেটিভ (+) টার্মিনাল সংযুক্ত করুন । এবং
ব্যাটারি খোলার সময় প্রথমে নেগেটিভ (-) টার্মিনাল বিচ্ছিন্ন করুন ।
১৩ । আপনার গাড়ি আপনার নিকট অতি মূল্যবান সম্পদ তাই নির্দিষ্ট ওজন বহন করুন
অতিরিক্ত ওজন বহন করা থেকে বিরত থাকুন ।
১৪ । গাড়িতে ব্যাটারী যদি লুজ কানেকশন থাকে তাহলে তা থেকে অতিরিক্ত তাপ উৎপন্ন করতে
পারে, যা ব্যাটারি পোস্টকে গলিয়ে ফেলতে পারে । এটি আপনাকে সরাসরি ওয়ারেন্টি
থেকে বঞ্চিত করতে পারে ।